Khoborerchokh logo

বাসন থানা পুলিশের চৌকসতায় নারী পাচারকারীর মুল হোতা আটক,ভূ্ক্তভোগী উদ্ধার 500 0

Khoborerchokh logo

ছবি,নারী পাচারকারী সোহেল

রনি আহমেদ:
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা এলাকায় চাকুরির প্রলোভন দেখিয়ে ২২ বছরের এক তরুণীকে দৌলদিয়া পতিতা পল্লীতে বিক্রির প্রায় একমাস পর ঐ তরুণীকে উদ্ধারসহ পাচারকারীর চক্রের মুল হোতাকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ।
গ্রেফতারকৃত পাচারকারীর মূল হোতা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সামসু মাস্টার পাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে সোহেল রানা (২৫)।
অভিযোগের সূত্রধরে বাসন থানা পুলিশের একটি টিম বিভিন্ন তথ্যসূত্রে এবং প্রযুক্তির ব্যবহারে তরুনীকে উদ্ধার করতে সক্ষম হয় । বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খান জানায়,পাচারকারী সোহেল স্বীকার করেন ঐ তরুনীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গত ইং ১১/০৮/২০২১ইং তারিখে বাসন থানাধীন ভোগড়াস্থ রুপা গার্মেন্টসের সামনে হইতে  নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলোদিয়া পতিতা পল্লীতে ভিকটিমকে বিক্রি করে দেয়। ভিকটিমের স্বামীর নিকট হতে অভিযোগ পাওয়ার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের অভিযানে দৌলতদিয়া পতিতাপল্লী হতে ভিকটিমকে উদ্ধার  করে ।
এ বিষয়ে বাসন থানায় মানব পাচার আইনে মামলা রুজুর পর ঘটনার সহিত জড়িত ১নং আসামি  সোহেল রানা(২৫),পিতা-বাবলু সরদার, সাং-সামছু মাস্টার পাড়া, থানা-গোয়ালন্দ,জেলা রাজবাড়ীকে অভিযান চালিয়ে ডিএমপি,ঢাকার উত্তরখান এলাকা হতে গ্রেফতার করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com